রামুতে লোকালয় থেকে ১৫ ফুট দীর্ঘ অজগর সাপ উদ্ধার

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:৩২:২০ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১০:৩১:১৮ পূর্বাহ্ন

রামু উপজেলার রাজারকুলে লোকালয় থেকে ১৫ ফুট দীর্ঘ একটি অজগর সাপ উদ্ধার করে বনভূমিতে অবমুক্ত করেছে বন বিভাগ।

সোমবার (৪ আগস্ট) সকালে রাজারকুল বিটের আওতাধীন পশ্চিম মনিরঝিল দরগাহপাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।


সকালে স্থানীয়রা সাপটি দেখতে পেয়ে বন বিভাগের কর্মকর্তাদের খবর দেন। খবর পেয়ে বন বিভাগের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে। পরে দুপুরে এটি রাজারকুল বোটানিক্যাল গার্ডেনের গভীর বনে অবমুক্ত করা হয়।
 

রাজারকুল বিট কর্মকর্তা পল্লব কুমার সাহা বলেন, সাপটি একটি মা ছাগল মেরে তা খাওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করি এবং বনে অবমুক্ত করি। উদ্ধার করা অজগরটি সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক ও সুস্থ ছিল।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]