ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত ৩৪৩ জন

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৫২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৬:৫৩:৪৮ অপরাহ্ন
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৩৪৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১১১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬৪ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫৯ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৩৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ যাবত ছাড়পত্র পেয়েছেন মোট ২০ হাজার ২৫১ জন রোগী। চলতি বছরের ৬ জুলাই পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২১ হাজার ৬৭০ জন। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে ৮৪ জন মারা গেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]