
২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই রফতানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশ। জুলাই মাসে পণ্য রফতানি আয় ২৪ দশমিক ৯০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ডলারে। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ৩৮১ কোটি ডলার।
সোমবার (৪ আগস্ট) রফতানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। প্রতিষ্ঠানটির তথ্যমতে, শুধু তৈরি পোশাক থেকেই এসেছে ৩৯৬ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি। তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক ও প্রকৌশল পণ্যের রফতানিও বেড়েছে।
উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রফতানি আয় ছিল ৪ হাজার ৮২৮ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি ছিল সাড়ে ৮ শতাংশ। এবার নতুন অর্থবছরের শুরুতেই বড় ধরণের ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে।