সেপ্টেম্বর থেকে দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলনের ঘোষণা ওপেক প্লাসের

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:৩৫:৫৮ অপরাহ্ন

তেল উত্তোলন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে ওপেক প্লাস জোট। রোববার (৩ আগস্ট) এক ভার্চুয়াল বৈঠকে সদস্য দেশগুলো এ সিদ্ধান্তে পৌঁছায়। সিদ্ধান্ত অনুযায়ী, সেপ্টেম্বর মাসে জোটটি দৈনিক ৫ লাখ ৪৭ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে। এই সিদ্ধান্তের পেছনে বিশ্ববাজারে তেলের চাহিদা বৃদ্ধি ও কম মজুতের বিষয়টি কাজ করেছে বলে জানায় জোটটি। খবর সিএনএন।
 

তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও তাদের সহযোগী দেশগুলো মিলে ওপেক প্লাস গঠিত। এই জোট বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদন করে থাকে। গত এপ্রিলে এ জোটের আটটি দেশ দৈনিক এক লাখ ৩৮ হাজার ব্যারেল তেল উত্তোলন করেছিল, যা মে, জুন ও জুলাই মাসে বেড়ে দাঁড়ায় চার থেকে পাঁচ লাখ ব্যারেলের বেশি। আগস্টে দৈনিক উত্তোলন দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল।
 

ওপেক প্লাসের এবারের সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন রাশিয়ার তেলের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে উত্তেজনা চলমান। যুক্তরাষ্ট্রের অনুরোধ সত্ত্বেও ভারত এখনও রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রেখেছে। এই প্রেক্ষাপটে তেল উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
 

জ্বালানিটির দাম নিয়ে এখনই বড় কোনো পরিবর্তন দেখা না গেলেও, বাজার বিশ্লেষকরা বলছেন যে, বর্তমান ৭০ ডলারে প্রতি ব্যারেল বিক্রির হার জোটের আত্মবিশ্বাস বাড়িয়েছে। লন্ডনভিত্তিক সংস্থা এনার্জি অ্যাসপেক্টসের সহপ্রতিষ্ঠাতা অমৃতা সেন বলেন, “বাজার কাঠামো কম মজুতের ইঙ্গিত দিচ্ছে।”
 

তবে জোটের দুইটি সূত্র জানিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ফের বৈঠকে বসবে ওপেক প্লাসের আট সদস্য। ওই বৈঠকে দৈনিক ১.৬৫ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর বিষয়ে আলোচনা হতে পারে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]