ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১০:১৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১০:১৮:৪৫ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন:

১) আকরাম (২২), সাতগাঁও, চান্দুরা ইউনিয়ন

২) মনিরুজ্জামান (২১), গঙ্গাচড়া, রংপুর

৩) সুমন (২৬), বাড়িউড়া, সরাইল

৪) তুহিন হাসান (২৫), মজলিশপুর, সদর

৫) লোকমান হোসেন (২৩), মৈন্দ


স্থানীয়দের তথ্যমতে, বিজয়নগরের চান্দুরা থেকে একটি সিএনজি অটোরিকশা বিশ্বরোডের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী তিনটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয়ভাবে হাসপাতালে নেওয়া হলে, সেখানে আরও একজনের মৃত্যু ঘটে।


খাটিহাটা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]