ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে কমপক্ষে ৫৪ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, বহু নিখোঁজ

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০৩:০০:৪৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০৩:০০:৪৯ পূর্বাহ্ন
কমপক্ষে ৫৪ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে ইয়েমেন উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায়। খারাপ আবহাওয়ায় রবিবার প্রায় ১৫০ জনকে বহনকারী নৌকাটি ডুবে যায়। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

নিরাপত্তা সূত্র জানায়, ইয়েমেনের দক্ষিণের আবিয়ান প্রদেশের আহওয়ার জেলার উপকূলে আরব সাগরে নৌকাটি উল্টে যায়।

প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা আবদুল কাদির বাজামিল জানান, প্রায় ১৫০ যাত্রীর মধ্যে মাত্র ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে — যাদের মধ্যে ৯ জন ইথিওপিয়ান ও একজন ইয়েমেনি নাগরিক। তবে বহু মানুষ এখনো নিখোঁজ। দুইজন চিকিৎসাকর্মী জানিয়েছেন, উদ্ধারকারীরা এখনো জীবিতদের সন্ধানে কাজ করছেন।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে, আফ্রিকা থেকে ইয়েমেনে অনিয়মিত অভিবাসীদের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েই চলেছে।

প্রতিবছর অভিবাসীরা দুর্বল কাঠের নৌকায় করে বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে, যা জিবুতি ও ইরিত্রিয়াকে ইয়েমেন থেকে আলাদা করেছে। তাদের লক্ষ্য — সৌদি আরব ও অন্যান্য উপসাগরীয় দেশে পাড়ি দিয়ে জীবিকার সন্ধান।

এই অভিবাসন পথটিকে বিশ্বের অন্যতম ব্যস্ত ও বিপজ্জনক "মিশ্র অভিবাসন রুট" হিসেবে উল্লেখ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা । সংস্থাটি জানায়, শুধু গত বছরই ইয়েমেনে ৬০,০০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী প্রবেশ করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]