যুক্তরাষ্ট্রে গুগলের এআই প্রযুক্তি দিয়ে ১৮ বছরের নিচের ব্যবহারকারী শনাক্ত শুরু

আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ০২:৪৫:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ০২:৪৫:৫৩ পূর্বাহ্ন
গুগল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বয়স অনুমান প্রযুক্তি আরও বিস্তৃতভাবে ব্যবহার করতে যাচ্ছে। ইউটিউবে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত ও সীমিত করার পরিকল্পনা ঘোষণার পর এবার কোম্পানিটি জানিয়েছে, তারা এখন থেকে যুক্তরাষ্ট্রভিত্তিক গুগল ব্যবহারকারীদের বয়স ১৮ বছরের নিচে কি না তা শনাক্ত করতে শুরু করবে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই বয়স অনুমান প্রযুক্তি চালু হচ্ছে এবং প্রাথমিকভাবে এটি শুধুমাত্র “একটি ছোট ব্যবহারকারী গোষ্ঠী”র ওপর প্রভাব ফেলবে। তবে গুগল বলেছে, ভবিষ্যতে এটি আরও বিস্তৃতভাবে প্রয়োগ করা হবে। ব্যবহারকারীরা কী কী তথ্য সার্চ করছেন বা ইউটিউবে কী ধরনের ভিডিও দেখছেন — এসব বিশ্লেষণ করেই গুগল বয়স নির্ধারণ করবে। গুগল এই উদ্যোগটি প্রথম ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েছিল।

যদি গুগল মনে করে কোনো ব্যবহারকারী ১৮ বছরের কম বয়সী, তবে তাকে তাদের নিয়মিত অপ্রাপ্তবয়স্ক নীতিমালার আওতায় আনা হবে। এর মধ্যে থাকবে ইউটিউবে ঘুমের সময়ের রিমাইন্ডার চালু করা, কনটেন্ট রিকমেন্ডেশনে সীমাবদ্ধতা, গুগল ম্যাপসে টাইমলাইন বন্ধ রাখা, পার্সোনালাইজড বিজ্ঞাপন বন্ধ এবং প্লে স্টোরে প্রাপ্তবয়স্কদের অ্যাপে প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা।

যদি গুগল ভুলবশত কাউকে ১৮ বছরের নিচে হিসেবে শনাক্ত করে, তবে ব্যবহারকারী তাদের সরকারি পরিচয়পত্রের ছবি বা সেলফি জমা দিয়ে বয়স যাচাই করতে পারবেন।

এই পদক্ষেপটি এসেছে বৈশ্বিকভাবে বয়স যাচাইকরণ চালু করার প্রবণতার অংশ হিসেবে। যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর চাপ দিচ্ছেন যেন তারা শিশুদের জন্য প্ল্যাটফর্মগুলোকে আরও নিরাপদ করে তোলে। একইসঙ্গে যুক্তরাজ্য ইতোমধ্যেই বয়স যাচাই বাধ্যতামূলক করেছে, যার প্রভাব পড়ছে রেডিট, ডিস্কর্ড এবং স্পটিফাই-এর মতো প্ল্যাটফর্মগুলোর ওপরও।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]