কুতুবদিয়ায় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ রয়েছেন আরও একজন

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩১:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪১:৫৪ অপরাহ্ন
বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় ফিশিং বোট ডুবে যাওয়ার ৬ দিন পর আব্দুল মোনাফ (৩৩) নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কুতুবদিয়ার কৈয়ারবিল সৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরনের কাপড় দেখে মোনাফের স্ত্রী ও ছোট ভাই আলী আজগর মরদেহ শনাক্ত করেছে বলে জানা গেছে। নিহত মোনাফ মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের মো. জামাল উদ্দিনের পুত্র। এই ঘটনায় আলাউদ্দিন নামের অপর একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।
 
উল্লেখ্য, গত ২৮ জুলাই মহেশখালীর সোনাদিয়ার অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জাহাজের ধাক্কায় ডুবে যায় সোয়ানের মোহরাকাটা গ্রামের নাসিরুদ্দিনের মালিকানাধীন একটি ছোট মাছ ধরার ইঞ্জিনচালিত নৌকা। এই ঘটনায় ৬ জেলেকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলো আবদুল মোনাফ ও আলাউদ্দিন।
 
ঘটনার ৬ দিন পর গতকাল সকালে কুতুবদিয়া কৈয়ারবিল সৈকত থেকে একটি মরদেহ উদ্ধারের কথা জানান কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান। তিনি বলেন, মরদেহের মুখমণ্ডল সম্পূর্ণ বিকৃত হয়ে গেছে। দেহের পরনে নেভিব্লু প্যান্ট ও একটি এশ রঙের ফুলহাতা গেঞ্জি রয়েছে। উদ্ধার পরবর্তী পরিচয় নিশ্চিত হলে লাশের ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন নামের অপর একজন জেলে এখনো নিখোঁজ রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]