শ্রমিক বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে: এম সাখাওয়াত হোসেন

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৩৩:৪৭ অপরাহ্ন
দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, দেশের পুলিশ ও প্রশাসনের সব সেক্টর ইতিমধ্যেই ভেঙে পড়েছে। এই অবস্থায় শ্রমিকদের কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতিকে আরও খারাপ করে তুলতে পারে।
 
রোববার (৩ আগস্ট) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, "বর্তমানে দেশ রফতানি নির্ভর গার্মেন্টস ও জনশক্তি খাতের ওপর নির্ভরশীল। এ দুটি খাত টিকিয়ে রাখার পাশাপাশি নতুন রফতানিমুখী খাত সৃষ্টি করতে হবে। শিপ বিল্ডিং খাত হতে পারে একটি সম্ভাবনাময় ক্ষেত্র, এ বিষয়ে সরকার কাজ করছে।"
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন। আরও উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন, সিভিল সার্জন ডা. মো. আরেফিন সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হায়াত এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]