ভোলার নদীতে ইলিশের চরম সংকট, জেলেদের দোয়া-মোনাজাত

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২১:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২১:৪৪ অপরাহ্ন
শ্রাবণের শেষপ্রান্তে এসেও ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশের দেখা নেই। বর্ষার মৌসুমে ইলিশ বাড়ার পরিবর্তে এ বছর দেখা দিয়েছে চরম ঘাটতি। এই সংকটে বিপাকে পড়েছেন দুই লক্ষাধিক জেলে, যাদের জীবন ও জীবিকা ইলিশের উপর নির্ভরশীল।
 
এই পরিস্থিতিতে রবিবার (৩ আগস্ট) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান ঘাটে দোয়া-মোনাজাত ও খতমে ইউনুসের আয়োজন করেন জেলেরা। বৃষ্টিকে উপেক্ষা করে শত শত জেলে নদীর পাড়ে একত্রিত হয়ে ইলিশের জন্য প্রার্থনায় অংশ নেন। দোয়া পরিচালনা করেন বোরহানউদ্দিন উপজেলার বাটামারা দরবারের পীর সাহেব মাওলানা মুহিববুল্লাহ।
 
জেলেরা জানান, বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশের ভরা মৌসুম হলেও এবার নদীতে ইলিশ নেই বললেই চলে। প্রতিদিন ট্রলার নিয়ে নদীতে গিয়ে খালি হাতে ফিরতে হচ্ছে। অধিকাংশ সময় মাছ বিক্রি করেও খরচ উঠছে না, দিন দিন বাড়ছে ঋণ।
 
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশের অভ্যাস ও প্রজননচক্রে পরিবর্তন এসেছে। নদীতে ডুবোচর ও ঘোলা পানির কারণে ইলিশ নদীতে ঢুকছে না। তবে সামনের পূর্ণিমায় পরিস্থিতির উন্নতির আশা করছেন তিনি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]