
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সংবাদ প্রচার বা বন্ধের ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ নেই। রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
তিনি বলেন, “আমরা কাউকে কল দেই না বা বাধ্য করি না কোনো সংবাদ প্রচার বা লেখার জন্য। তবে গত ছয় মাসে কিছু গণমাধ্যম অভ্যুত্থানের চেতনা বিনষ্ট করতে কাজ করেছে।”
তিনি আরও বলেন, “কারফিউয়ের সময় অনেক গণমাধ্যম পক্ষপাতদুষ্ট ছিল, তখন শুধু বিটিভি ও আগুনসন্ত্রাসই প্রচার করা হতো। তবে কিছু পত্রিকা সত্য তুলে ধরার চেষ্টা করেছে।”
গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে তিনি বলেন, “দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” এছাড়া সাংবাদিকদের কল্যাণে ওয়েজবোর্ড বাস্তবায়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন হচ্ছে বলেও তিনি জানান।
সাংবাদিকদের চাকরিচ্যুতির ঝুঁকি কমাতে ও মালিকানা বা অন্য সুবিধা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে পর্যালোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থানে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সাহসী ভূমিকা পালন করেছেন। তাদের কল্যাণে সংগঠন ও মিডিয়া হাউসগুলোকে দায়িত্ব নিতে হবে।”