বরিশালে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৫০:১৬ অপরাহ্ন

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫০ বছর বয়সী রিয়াজ হোসেনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। মৃত ব্যক্তির বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলায়। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরগুনা হাসপাতালে ৬৮ জন, পটুয়াখালীতে ১৯ জন, পিরোজপুরে ১০ জন, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, ভোলায় ২ জন ও অন্যান্য বরিশালের বিভিন্ন হাসপাতালে ৩ জন।
 

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন, ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক এবং মশার বিস্তার রোধে বাড়ি-আসপাশ পরিষ্কার রাখা এবং নিজেকে মশার কামড় থেকে রক্ষা করার ব্যবস্থা নিতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]