বঙ্গোপসাগরে অনুপ্রবেশ, ভারতীয় ট্রলারসহ ১৪ জেলে আটক

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৭:৩৭:৫৪ অপরাহ্ন

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি ফিশিং ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
 

শনিবার (২ আগস্ট) রাতে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন সাগর এলাকা থেকে বানৌজা বিষখালী নামের একটি যুদ্ধজাহাজ অভিযান চালিয়ে ট্রলারসহ জেলেদের আটক করে। মোংলা থানা ওসি আনিসুর রহমান জানান, আটক ট্রলারটির নাম এফবি পারমিতা। সেটি ইলিশসহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিয়ে ছিল। ট্রলারটি বর্তমানে মোংলার দিকে আনা হচ্ছে এবং আজ সন্ধ্যায় দিগরাজ এলাকায় পৌঁছানোর কথা রয়েছে।
 

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, আটক ট্রলারটি ভারতীয় এবং জেলেরা সবাই কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা। মোংলায় পৌঁছানোর পর মাছ ও ট্রলার সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
 

ওসি আনিসুর রহমান আরও জানান, সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে আটক জেলেদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোমবার (৪ আগস্ট) বাগেরহাট আদালতে পাঠানো হবে।
 

প্রসঙ্গত, এর আগেও ১৪ জুলাই একই এলাকা থেকে আরও দুটি ভারতীয় ট্রলারসহ ৩৪ জেলেকে আটক করেছিল নৌবাহিনী।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]