মাদারীপুর শিবচরে পদ্মা সেতুর কাছে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৫০:১৬ পূর্বাহ্ন

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে গত শনিবার রাতে একটি যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে রাত সাড়ে ১১টার দিকে ঘটে।
 

নিহতরা হলেন ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার গোলাম কিবরিয়ার ছেলে মোহাম্মদ আলী অন্তু (২৬) এবং অপরজনের পরিচয় এখনও জানা যায়নি।
 

হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, তারা মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
 

দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার করেছে।
 

ওসি জানান, অপর নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বাস ও চালককে ধরতে পুলিশ কাজ করছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]