বৃষ্টি নিয়ে নতুন সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৪২:৪৭ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সম্ভাব্য বজ্রসহ বৃষ্টির বিষয়ে সতর্কবার্তাও দিয়েছে সংস্থাটি। 


রাজধানীতে সকালবেলায় কিছু সময় রোদ দেখা গেলেও দিনের বেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। 

 

রোববার (৩ আগস্ট) সকাল ৭টা থেকে ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও এর আশপাশের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
 

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
 

পূর্বাভাস অনুযায়ী, রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। শনিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় মাত্র ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 

এ ছাড়া সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বর্তমানে এসব এলাকায় কোনো সতর্কতা নেই এবং কোথাও সংকেত দেখানোর প্রয়োজন নেই। ফলে নৌচলাচল স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]