ট্রাম্পের হুমকি উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কিনে যাবে ভারত

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩০:১৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ১১:৩০:১৫ পূর্বাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে ভারত। বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা। শনিবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
 

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ট্রাম্প ভারতের বিরুদ্ধে ‘অন্যায্য বাণিজ্য অনুশীলন’ এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ জ্বালানি ও অস্ত্র সম্পর্কের অভিযোগ তুলেছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ভারতকে ২৫% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা দিতে হবে, যা কার্যকর হবে আগস্টের শুরু থেকে।
 

এর পরদিন, ১ আগস্ট ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। তবে ওই সময় তিনি নিজের দাবির পক্ষে নিশ্চিত কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি।
 

ট্রাম্পের এমন দাবিকে খণ্ডন করে ভারতীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে যাবে। তাদের একজন বলেন, “রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘমেয়াদি জ্বালানি চুক্তি রয়েছে। এমন চুক্তি রাতারাতি বাতিল করা সম্ভব নয়।” বর্তমানে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ, যা ভারতের মোট তেল আমদানির প্রায় ৩৫ শতাংশ জোগান দেয়।
 

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আমদানি আন্তর্জাতিক নিয়মের আওতায় হচ্ছে। কারণ রাশিয়ার তেলের ওপর সরাসরি কোনো মার্কিন বা ইউরোপীয় নিষেধাজ্ঞা নেই। বরং জি-সেভেন এবং ইউরোপীয় ইউনিয়ন একটি নির্ধারিত মূল্যসীমা কাঠামো অনুসরণ করছে।
 

রয়টার্সের পক্ষ থেকে ভারতের জ্বালানি ক্রয় নীতির বিষয়ে মন্তব্য চাইলে সরকার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। একইভাবে হোয়াইট হাউসও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
 

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আমাদের জ্বালানি উৎস নির্বাচনের ক্ষেত্রে বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করি। ভারতের সম্পর্কগুলো তাদের নিজস্ব শক্তির উপর দাঁড়িয়ে আছে এবং তা তৃতীয় কোনো দেশের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা উচিত নয়।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]