ঢাকায় দিনের বেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৫৪:৫৩ পূর্বাহ্ন

আজ রোববার (৩ আগস্ট) ঢাকায় দিনের বেলায় আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার কথা জানানো হয়েছে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা বা ঝুঁকির পূর্বাভাস দেওয়া হয়নি, ফলে নৌচলাচলে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]