পুলিশের বিশেষ অভিযানে নড়াইলে ডাকাত দলের ৯ সদস্য আটক

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৪৩:৫৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:৪৪:২৪ পূর্বাহ্ন

নড়াইলের লোহাগড়ায় ডাকাতির প্রস্তুতি চলাকালীন পুলিশের অভিযান থেকে পুলিশ কনস্টেবল, চাকরিচ্যুত সেনা ও নৌ সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানকালে তাদের কাছে থাকা ৭টি মোটরসাইকেল এবং ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) ভোরে উপজেলার আল মুন্সির মোড় এলাকা থেকে এই গ্রেফতার অভিযান চালানো হয়। অভিযুক্তদের মধ্যে সাতক্ষীরা, ঝিনাইদহ, যশোর, গোপালগঞ্জ ও নড়াইলের বিভিন্ন এলাকা থেকে আসা সদস্য রয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে টহল চলাকালে সন্দেহজনক গোষ্ঠীটিকে আটক করা হয়। তাদের ব্যাগ তল্লাশি করে পুলিশের কোটি, রড, হাতুড়ি, দাসসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়া মোটরসাইকেলগুলোর নাম্বার প্লেট খুলে রাখা ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলার অনুসন্ধান চালানো হচ্ছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, তারা বড় ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিল। অভিযুক্তদের আদালতে হাজির করে কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]