দুর্ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল, থাকছে স্মরণসভা

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৮:২৭:২৩ পূর্বাহ্ন

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ১২ দিন বন্ধ থাকার পর আজ রোববার (৩ আগস্ট) থেকে সীমিত পরিসরে খুলেছে। তবে প্রথম দিনে পাঠদান কার্যক্রম শুরু হয়নি। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আজ একটি স্মরণসভার আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক ও নিহতদের পরিবারের সদস্যরা।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস সীমিত আকারে খোলা থাকবে। ধীরে ধীরে শিক্ষার্থীদের মানসিকভাবে প্রস্তুত করে স্বাভাবিক শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রাথমিক পর্যায়ে দৈনিক আটটি ক্লাসের পরিবর্তে এক বা দুইটি ক্লাস নেয়া হতে পারে।

মানসিক স্বাস্থ্য সহায়তায় ইতোমধ্যে শিক্ষকদের তত্ত্বাবধানে কাউন্সেলিং শুরু হয়েছে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর উদ্যোগে ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প চালু রয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। সেই ঘটনায় বেশিরভাগই শিশু—প্রাথমিকভাবে ২০ জন এবং পরবর্তীতে আরও মৃত্যুর খবর পাওয়া যায়। পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]