ট্রাভেল ইন্ডাস্ট্রির ধস : ফ্লাইট এক্সপার্ট বন্ধ, মালিক বিদেশে ফাঁসির মামলা এড়ালেন?

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০৩:১৩:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০৪:০০:২৬ পূর্বাহ্ন
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহক ও এজেন্সিগুলো কোটি কোটি টাকা আটকে পড়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির মালিকপক্ষ সাড়ে তিনশত কোটি টাকা নিয়ে কানাডায় পালিয়েছে ।  
 
শনিবার (০২ আগস্ট) থেকে ফ্লাইট এক্সপার্টের ওয়েবসাইট অ্যাক্সেস করা যাচ্ছে না, অফিসও তালাবদ্ধ ।  
 
মালিক সালমান বিন রশিদ শাহ সায়েম ও তার পরিবার গত রাতে দেশ ছেড়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
 
সালমান দাবি করেছেন, তিন কর্মকর্তা ৩ কোটি টাকা আত্মসাৎ করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন ।  
সালমান আরোও অভিযোগ করেছেন, তার সহকর্মীরা তাকে ফাঁসানোর চেষ্টা করেছে ।  
 
ইউনিয়ন ট্রাভেলসের মতো এজেন্সিগুলো ২৫-৩০ লাখ টাকা আটকে পড়ায় ব্যবসায়িক সংকটে। হাজারো গ্রাহক টিকিট কনফার্মেশন বা রিফান্ড পাচ্ছেন না ।  
 
মতিঝিল থানায় জিডি দায়ের করেছেন ভুক্তভোগীরা। পুলিশ সাইবার ক্রাইম ইউনিট বিষয়টি তদন্ত করছে ।  
  
উল্লেখ্য, ফ্লাইট এক্সপার্ট ২০১৭ সালে যাত্রা শুরু করে, ফ্লাইট বুকিং ও হজ প্যাকেজে জনপ্রিয় ছিল।  

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]