সাতক্ষীরা সীমান্তে ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ১১:১৮:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:১৮:০৯ অপরাহ্ন

সাতক্ষীরা জেলার সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আজ শনিবার (২ আগস্ট) চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারত থেকে চোরাই পথে আনা বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
 

বিজিবির ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ও কালিয়ানী বিওপির আভিযানিক দল যথাক্রমে নতুন পাড়া ও ছয়ঘরিয়া এলাকা থেকে ভারতীয় ওষুধ জব্দ করে।
 

অন্যদিকে, কলারোয়া উপজেলার চান্দুরিয়া, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ঘোনা, সুলতানপুর ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এইসব অভিযানে কাদপুর আমবাগান থেকে ২৫ বোতল, তলুইগাছা এলাকা থেকে ২১ বোতল, দখলের মোড় থেকে ৪০ বোতল, রাজপুর থেকে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
 

এছাড়াও, মাঝেরহাটি, ছবেদ আলী মোড়, আমবাগান ও মজুমদার খাল এলাকা থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে বিজিবি। সব মিলিয়ে জব্দকৃত পণ্যের বাজার মূল্য আনুমানিক ৯ লাখ ২৯ হাজার টাকা।
 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এসব মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্য সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।"
 

তিনি আরও জানান, মাদকদ্রব্যগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাতক্ষীরা অফিসে সাধারণ ডায়েরি করা হয়েছে এবং সেগুলো জনসমক্ষে ধ্বংসের জন্য সংরক্ষণ করা হয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]