সংবিধান সংশোধন শুধু সংসদের মাধ্যমেই সম্ভব: আমির খসরু

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৪৫:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৪৫:৪৮ অপরাহ্ন

সংবিধান সংশোধন করতে হলে তা অবশ্যই সংসদের মধ্য দিয়েই করতে হবে, বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই।”
 

শনিবার (২ আগস্ট) রাজধানীর নীলক্ষেতে আইসিএমএবি মিলনায়তনে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, “সংবিধান সংশোধনের জন্য সব রাজনৈতিক দলকে জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিতে হবে। কোনো ধরনের পরিবর্তন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ার বাইরে সম্ভব নয়।”
 

তিনি অভিযোগ করেন, “যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারাই নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়। তারা নিজেরাও জানে না তারা কী চায়।” রাজনীতিতে সংস্কার প্রসঙ্গে আমীর খসরু বলেন, “সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন দরকার। অন্যের মতামতের প্রতি সহনশীল হতে হবে। তাহলেই দেশকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।”
 

বিএনপি জোটে অনৈক্যের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন ৫ আগস্টের পর ঐক্য ভেঙে গেছে, কিন্তু আমি কোনো অনৈক্য দেখছি না।” তাঁর মতে, “প্রত্যেক দলের নিজস্ব দর্শন ও মত থাকতে পারে। যেখানে একমত হব, সেখানে থাকব, আর যেখানে ভিন্নমত থাকবে, তা জনগণের সামনে উপস্থাপন করব। দেশের মালিক জনগণ—চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে।”

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]