৫ আগস্ট বিকেল ৫টায় উপস্থাপন হবে জুলাই ঘোষণাপত্র: অন্তর্বর্তী সরকার

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
জুলাই ঘোষণাপত্র আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার (২ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
 
বার্তায় বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। ওই দিন বিকেল ৫টায় গণ-অভ্যুত্থানের সব পক্ষের উপস্থিতিতে ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে বিস্তারিত ঘোষণা শিগগির দেওয়া হবে।
 
এর আগে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানান, ৫ আগস্ট অথবা তার আগেও জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে পারে। শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত পুনর্জাগরণ র‌্যালি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
 
মাহফুজ আলম বলেন, ‘আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশকে চেয়েছিলাম, সেটার একটি দালিলিক প্রমাণ থাকা দরকার। সেই প্রমাণই জুলাই ঘোষণাপত্র। এতে আমাদের স্বপ্ন ও রূপকল্প প্রতিফলিত হবে।’
 
তিনি আরও বলেন, ‘ঘোষণাপত্রে সব দলের স্বাক্ষর প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে এতে ইতোমধ্যে ঐতিহাসিক ও ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সন্নিবেশিত হয়েছে। ৫ আগস্টের মধ্যেই জাতি তা দেখতে পাবে।’
 
উপদেষ্টা আরও জানান, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে গণ-অভ্যুত্থানের দালিলিক প্রমাণ পাওয়া যাবে—যা দেশ ও জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]