স্বাধীন রাষ্ট্র না হলে প্রতিরোধ চলবে: জাতিসংঘের আহ্বানে হামাসের জবাব

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৪৩:২২ পূর্বাহ্ন

জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস। বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতিসংঘ সদর দফতর থেকে অস্ত্র ত্যাগের আহ্বানের জবাবে দেওয়া সংক্ষিপ্ত বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় সংগঠনটি। এর আগে নিউইয়র্কে জাতিসংঘের তিনদিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিনে ফ্রান্স ও সৌদি আরবের নেতৃত্বে দেওয়া এক যৌথ ঘোষণায় হামাসকে গাজা শাসন থেকে সরে দাঁড়ানো ও অস্ত্র পরিত্যাগের আহ্বান জানানো হয়। এতে কাতার, সৌদি আরব, মিশর, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডাসহ ১৭টি দেশ স্বাক্ষর করে।

এদিকে গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। খাদ্যবাহী ট্রাকের সামনে পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টি করে গুলি চালানো হচ্ছে বলে অভিযোগ চিকিৎসা সংস্থাগুলোর। গুলিতে নিহতদের মধ্যে অধিকাংশই শিশু ও কিশোর। এ পরিস্থিতিতে মার্কিন দূত স্টিভ উইটকফ গাজা সফরে এলেও জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ না করে বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ পরিদর্শন করেন, যাদের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ রয়েছে।

অন্যদিকে ইসরাইলি সেনাপ্রধান ইয়াল জামির জানান, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি গাজায় ‘দুর্ভিক্ষ প্রচার’কে ভুয়া বলেও দাবি করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]