
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে পাঁচটি ব্লক ধরা পড়েছে। শনিবার (২ আগস্ট) সকালে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার সঙ্গে রয়েছেন দলের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীরসহ শীর্ষ নেতারা।
গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রাথমিকভাবে বড় কোনো জটিলতা না দেখলেও ডিহাইড্রেশনজনিত সমস্যা হয়েছে বলে ধারণা করেছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে, যার জন্য বাইপাস সার্জারি প্রয়োজন বলে জানানো হয়েছে।