ভারত থেকে ফিরেই গ্রেফতার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০২:১৬:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:১৮:৩৯ পূর্বাহ্ন
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (১ আগস্ট) ভোরে ফেনী সদর উপজেলার মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, একদিন আগে ভারতের কলকাতা থেকে গোপনে দেশে প্রবেশ করে রাফি কুমিল্লায় আসেন। এমন তথ্যের ভিত্তিতে নজরদারিতে রেখে ডিবি পুলিশ তাকে মহিপাল থেকে গ্রেফতার করে।
 
তিনি আরও জানান, ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত চারটি মামলায় রাফির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
 
উল্লেখ্য, মিনহাদুল হাসান রাফি কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]