যুক্তরাষ্ট্র থেকে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০২:০৯:১২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:০৯:১২ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। শনিবার (২ আগস্ট) সকাল ৬টা ৪৫ মিনিটে মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে তারা ঢাকার শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় জানানো হয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে অবৈধ হয়ে ধরা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। বাংলাদেশ থেকেও প্রতি মাসে বেশ কয়েকজনকে ফেরত পাঠানো হচ্ছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]