জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিন ডকুমেন্টারি তৈরি হচ্ছে: প্রেস সচিব শফিকুল আলম

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:৩২:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:৩২:৪২ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিন নতুন নতুন ডকুমেন্টারি তৈরি হচ্ছে।
 
শুক্রবার (১ আগস্ট) রাজধানীতে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজিত ৩৬ জুলাই কালচারাল ফেস্টে বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
 
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর ডকুমেন্টারি করেছি। পুরো ১৯৭১ সালে দু-একটা ডকুমেন্টারি ছিল, যেমন স্টপ জেনোসাইড। আর এখন জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিদিনই নতুন ডকুমেন্টারি আসছে।”
 
প্রেস সচিব আরও উল্লেখ করেন, প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের আন্দোলনের ইতিহাস ও ‘গণ-অভ্যুত্থান কীভাবে ছড়িয়ে পড়েছিল, ছাত্রছাত্রীরা কীভাবে ছাত্রলীগ ও ফ্যাসিস্টদের প্রতিহত করেছিল’—তা নিয়ে বারবার ডকুমেন্টারি তৈরি করছে।
 
তিনি বলেন, “আওয়ামী লীগের কালচারাল হেজিমোনিকে সারা জীবনের জন্য কীভাবে চেকমেট করা যায়, সেটাই আমাদের দেখতে হবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]