গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে: উপদেষ্টা আসিফ

আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:২৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:২৭:০৭ পূর্বাহ্ন
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, দেয়ালে আঁকা গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ হিসেবে কাজ করবে।
 
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর বিজয় সরণিতে জুলাই আর্টওয়ার্কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এই শিল্পকর্মের মূল উদ্দেশ্য মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র ফুটিয়ে তোলা।
 
তিনি বলেন, “মানুষ বলে দেয়ালেরও কান আছে, কিন্তু চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলো প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। ফ্যাসিবাদের আমলে মানুষকে আলাদা করে নিপীড়নের দৃশ্য দেখাতে হয়নি, রাস্তায় বের হলেই তা স্পষ্ট ছিল। এই দেয়ালের গ্রাফিতি আবারও ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।”
 
তিনি আরও জানান, স্বপ্নের বাংলাদেশ গড়া একটি দীর্ঘ ও কঠিন সংগ্রাম, তবে সবার সহযোগিতায় তা বাস্তবায়ন সম্ভব হবে।
 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কাওরান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত ৩৬টি পিলারে জুলাই অভ্যুত্থান স্মরণে গ্রাফিতি আঁকা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]