বিশ্বব্যাংকের প্রকল্প পেলে স্থলবন্দরের উন্নয়ন করা হবে বললেন উপদেষ্টা সাখাওয়াত

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১০:২২:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৮-২০২৫ ১১:১০:২৩ পূর্বাহ্ন

নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিশ্বব্যাংকের সহযোগিতায় কয়েকটি স্থলবন্দরের উন্নয়নকাজ করা হয়েছে। আগামীতে বিশ্বব্যাংকের নতুন প্রকল্প পেলে সোনামসজিদ স্থলবন্দরসহ অন্যান্য বন্দরের উন্নয়নকাজ করা হবে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে স্থানীয় প্রশাসন, কাস্টমস ও ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
 
এসময় উপদেষ্টা আরো বলেন, সোনামসজিদ স্থলবন্দর অনেক গুরুত্বপূর্ণ ও পুরানো স্থলবন্দর। এটির সাথে ভবিষ্যতে লিংকআপ হতেও পারে। তাই এই বন্দরটিকে আরো সম্প্রসারণ করা দরকার। সোনামসজিদ স্থলবন্দরের যে সব সমস্যা রয়েছে, তা দূর করতে কাজ করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে এসব সমস্যা দেখার জন্য বলা হয়েছে। স্থলবন্দর থেকে দুই আড়াই কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ করতে উদ্যোগ নেয়া হবে।
 
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, সোনামসজিদ স্থলবন্দরে ইয়ার্ড তৈরির জন্য আশেপাশের জমি অধিগ্রহণ করার পরিকল্পনা রয়েছে৷ কিছু খাস জায়গায় ও প্রাইভেট জায়গা নিয়ে ইয়ার্ড সম্প্রসারণের কাজ করা হবে। এছাড়াও সোনামসজিদ স্থলবন্দরে শ্রমিকদের চিকিৎসার জন্য একটি হাসপাতাল ও ফায়ার সার্ভিস দ্রুত নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ, সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাইনুল ইসলামসহ অন্যান্যরা।
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]