বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিএমটিএ) নেত্রকোনা জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ২৭ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. জহিরুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ।
তারা দুজনই নেত্রকোনা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট। কেন্দ্রীয় কমিটির সভাপতি খাজা মাঈন উদ্দিন মঞ্জু এবং মহাসচিব মোঃ বিপ্লবুজ্জামান বিপ্লব স্বাক্ষরিত পত্রে গেল বুধবার কমিটির অনুমোদন দেয়া হয়।
শুক্রবার সকালে জেলার নবনির্বাচিত সভাপতি মো. জহিরুল ইসলাম তালুকদার কমিটির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এবং চিকিৎসা প্রযুক্তির আধুনিকীকরণে নিরলসভাবে কাজ করবো। মেডিকেল টেকনোলজিস্টদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠায় কাজ করব। এই নতুন নেতৃত্ব স্বাস্থ্যখাতে অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখবে।’
কমিটির সহসভাপতিরা হলেন, জেলা সদর হাসপাতালের টেকনোলজিস্ট মো. আমিনুল ইসলাম, কলমাকান্দার মো. নুুরুল ইসলাম ও দূর্গাপুরের মো. আব্দুল মতিন। এছাড়াও সহসাধারণ সম্পাদক মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মো. নাজমুল ইসলাম ও সদর হাসপাতালের সুমন চন্দ্র ঘোষ। সাংগঠনিক সম্পাদক সদর হাসপাতালের মো. আরিফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আছিয়া ডেন্টাল কেয়ারের মো. জাকারিয়া।
প্রচার সম্পাদক সিভিল সার্জন অফিসের মির্জা মোশাররফ হোসেন, সহপ্রচার সম্পাদক নূরজাহান ডিজিল্যাবের সেলিম আহমেদ জনি, দপ্তর সম্পাদক সদর হাসপাতালের গোলাম মোস্তফা পিয়েল, সহ দপ্তর সম্পাদক পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আল মামুন, অর্থ সম্পাদক সদর হাসপাতালের ডলি ঘোষ, সহ অর্থ সম্পাদক মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সাদিকা পারভীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দূর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আলী আজগর মামুন, সমাজকল্যাণ সম্পাদক কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের মো. গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সের কহিনুর বেগম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সের রোজিনা আক্তার, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক বারহাট্টা টুথ কেয়ার পয়েন্টের সুপ্রিয় দেবনাথ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল নুরের মো. মিন্টু আকন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আটপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মো. আলিফুল ইসলাম।