আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগে সেনা কর্মকর্তা হেফাজতে, পার্বত্য পরিস্থিতি নিয়েও সতর্ক বার্তা

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৮:২০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৮:২৮:২০ পূর্বাহ্ন

আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেয়ার অভিযোগে সেনাবাহিনীর মেজর সাদিককে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা সেনানিবাসে অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেনাবাহিনী সদর দফতরের মিলিটারি অপারেশনস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

তিনি বলেন, মেজর সাদিকের বিরুদ্ধে ওঠা অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়েও কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম। তিনি বলেন, ইউপিডিএফ ও জেএসএসসহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে। সেনাবাহিনী, পুলিশ ও সিভিল প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে বলেও জানান তিনি।

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও মিয়ানমারের বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির মধ্যে আদর্শিক ও জাতিগত মিল থাকার কারণে তাদের মধ্যে যোগাযোগ থাকা অস্বাভাবিক নয় বলে মন্তব্য করেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে কেএনএফের কার্যক্রম কমে এসেছে এবং সেনা অভিযানে তাদের ঘাঁটি ও শক্তি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান।

ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আরও বলেন, কেএনএফকে এখন অনেকটাই দুর্বল করা হয়েছে এবং সম্মিলিত প্রচেষ্টায় তাদের পুরোপুরি নির্মূল করা সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, একটি স্বাধীন দেশে কোনো সশস্ত্র গোষ্ঠীর আধিপত্য কখনোই গ্রহণযোগ্য নয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]