
বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ বিশ্বের একাধিক দেশের ওপর আমদানি করা পণ্যে নতুন করে পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্থানীয় সময় হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিবর্তিত শুল্কহার প্রকাশ করা হয়।
ঘোষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর আগে আরোপিত গড় ১৫ শতাংশের পরিবর্তে এখন ২০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। শুধু বাংলাদেশই নয়, আরও অনেক দেশকেই এই নতুন শুল্কনীতির আওতায় আনা হয়েছে।
ভারতের ওপর নতুন করে ২৫ শতাংশ, পাকিস্তানের ওপর ১৯ শতাংশ, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের ওপর ১৯ শতাংশ করে এবং শ্রীলঙ্কা ও ভিয়েতনামের ওপর ২০ শতাংশ করে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছে।
এছাড়া সিরিয়ার পণ্যের ওপর সর্বোচ্চ ৪১ শতাংশ, মিয়ানমারের ওপর ৪০ শতাংশ, ইরাকের ওপর ৩৫ শতাংশ এবং লিবিয়ার ওপর ৩০ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে।
আফ্রিকার কিছু দেশের মধ্যে দক্ষিণ আফ্রিকার পণ্যে ৩০ শতাংশ, ক্যানাডার ওপর ৩৫ শতাংশ, দক্ষিণ কোরিয়ার ওপর ১৫ শতাংশ এবং ব্রাজিলের ওপর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে।
আফগানিস্তান, আঙ্গোলা, ক্যামেরুন, চাদ, কোস্টারিকা, আইভোরি কোস্ট, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইকুয়েডর এবং গিনির মতো দেশগুলোর ওপর নতুন করে ১৫ শতাংশ করে শুল্ক আরোপ করা হয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ক্ষেত্রে শুল্ক হার শূন্য রাখা হয়েছে। এর বাইরে, সুইজারল্যান্ডের ওপর ৩৯ শতাংশ এবং তুরস্কের ওপর ১৫ শতাংশ নতুন শুল্ক কার্যকর হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই নতুন শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যে নতুন উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য।