জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনা শেষ, ১৯টি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৭:৫৮:০৫ পূর্বাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় মোট ১৯টি বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিছু দলের 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমতসহ। এসব সিদ্ধান্ত ‘জুলাই জাতীয় সনদ’-এ অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত আলোচনার ২৩তম দিন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান এবং দ্বিতীয় দফার আলোচনা পর্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।

অধ্যাপক রীয়াজ বলেন, যেসব বিষয়ে ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে—সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, নারী প্রতিনিধিত্ব বাড়ানো, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ, সুপ্রিম কোর্ট পুনর্গঠন, প্রধানমন্ত্রীর একাধিক পদ ধারণের বিধান, সংবিধানে সরকারি কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক এবং ন্যায়পালের নিয়োগের বিধান সংযোজন, উচ্চকক্ষ গঠন, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ও ক্ষমতা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে উত্থাপিত কিছু প্রস্তাব এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

তিনি আরও জানান, নারীদের আসন বাড়ানোর প্রস্তাবে সবচেয়ে বেশি ভিন্নমত এসেছে। রাষ্ট্র পরিচালনার নীতিমালা নিয়ে বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী) এবং সিপিবি আলোচনা বর্জন করেছে, যদিও গণফোরাম এ ইস্যুতে দ্বিমত পোষণ করলেও আলোচনায় অংশ নেয়।

২৩ দিনব্যাপী আলোচনায় অর্জিত ঐকমত্য বাস্তবায়নে প্রথমে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে। ঐকমত্য কমিশন পরবর্তী সময়ে আলোচনার জন্য আবার বসবে এবং অনুঘটক হিসেবে ভূমিকা রাখবে বলে জানান আলী রীয়াজ।

এই আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এলডিপি, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

কমিশনের আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের মধ্যে ছিলেন বিচারপতি এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

প্রসঙ্গত, দ্বিতীয় দফার এই আলোচনা ২ জুন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় এবং ৩১ জুলাই পর্যন্ত মোট ২৩টি সেশন অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]