আকস্মিক বন্যার শঙ্কা

জরুরি অবস্থার আওতায় নিউ ইয়র্কের যেসব এলাকা

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ০৩:৫৬:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ০৩:৫৬:৩০ পূর্বাহ্ন
চরমভাবাপন্ন আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে নিউ ইয়র্ক সিটিতে।
 
কুইন্সের ক্লিয়ারভিউ এক্সপ্রেসওয়ের প্লাবিত এলাকায় বৃহস্পতিবার দুপুরের পর গাড়ি থেকে লোকজনকে উদ্ধারের ভিডিও পাওয়া গেছে।
 
সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়, নিউ ইয়র্ক সিটিকেন্দ্রিক তিনটি স্টেইট এলাকায় প্রবল ঝড় ও আকস্মিক বন্যার শঙ্কায় কিছু কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হচুল।
 
প্রাথমিকভাবে হাডসন ভ্যালি, নিউ ইয়র্ক সিটি ও লং আইল্যান্ডে বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকালের শুরুর সময় নাগাদ ভারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। তিনটি এলাকাতেই বন্যা সতর্কবার্তা দেওয়া হয়েছে। অঞ্চলগুলোতে আকস্মিক বন্যার শঙ্কা আছে।
 
যেসব অঞ্চলে জরুরি অবস্থা: 
 
জরুরি অবস্থার আওতায় রয়েছে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কস, কুইন্স ও স্ট্যাটেন আইল্যান্ড, লং আইল্যান্ডের নাসাউ ও সাফোক কাউন্টি এবং নিউ ইয়র্ক সিটির উত্তরের ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, পুটন্যাম, ডাচেস, আলস্টার এবং ডেলাওয়্যার কাউন্টি।
 
এসব অঞ্চলে এক থেকে তিন ইঞ্চি নাগাদ বৃষ্টিপাত হতে পারে। কিছু কিছু এলাকায় সেটি পাঁচ ইঞ্চিও হতে পারে।
 
এমন বাস্তবতায় গভর্নর হচুল বলেন, ‘আমি সব নিউ ইয়র্কারকে সজাগ, ওয়াকিবহাল ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কারণ আমরা আকস্মিক বন্যার শঙ্কাসহ অতিরিক্ত বৃষ্টিপাত আশা করছি।’
 
তিনি জানান, প্রবল বর্ষণ ও স্থানীয় পর্যায়ে বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে স্টেইটের সংস্থাগুলো। ঝড়ের সময় সব নিউ ইয়র্কবাসীকে সুরক্ষিত রাখতে সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]