চট্টগ্রামে চোরাইকৃত পণ্যসহ ৩ আসামি গ্রেফতার

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:৪১:৩৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:৪১:৩৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে বন্দর থানার অ‌ভিযানে চোরাইকৃত পণ্যসহ ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্প‌তিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞ‌প্তিতে এ তথ্য নি‌শ্চিত করে‌ থানা পু‌লিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আব্বাস (২৫), মোঃ নাজমুল হোসেন ভুইয়া (৩৫) ও নূর মোহাম্মদ (২৫)।
 
পু‌লিশ সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই রাতে বন্দর থানাধীন চট্টগ্রাম বন্দরের এনসিটি ট্রাফিক অফিসের সামনে ডেলিভারি পয়েন্টে আসামি মোঃ আব্বাস, মোঃ নাজমুল হোসেন ভুইয়া ও নূর মোহাম্মদসহ পলাতক মোঃ হোসেন (২৭) এবং অজ্ঞাতনামা ২/৩ জন আসামি ১টি কাভার্ডভ্যান গাড়িতে কিসমিচের কার্টন লোড করে।
 
ভুক্তভোগী মামলার বাদী মোঃ শাহ আলম উক্ত কিসমিসের বিষয়ে আসামিদের জিজ্ঞেস করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং উক্ত মালামালের স্বপক্ষে কোন ধরনের বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। সংবাদ পেয়ে বন্দর থানার একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মালামালগুলো উদ্ধার করে এবং আসামিদের গ্রেফতার করে।
 
পু‌লিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]