চূড়ান্ত অনুমোদন পেল স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫

আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:০৫:৪৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:০৫:৪৭ পূর্বাহ্ন
স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
 
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অন্যান্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন।
 
নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। এর আগের এক বৈঠকেও পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক না রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
 
২০১৫ সালে স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করে তৎকালীন সরকার। তবে এতে তৃণমূলে রাজনৈতিক উত্তেজনা বাড়ার অভিযোগ তুলে বিষয়টির বিরোধিতা করে আসছিলেন বিশেষজ্ঞরা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]