
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনার সময় উদ্ধার কার্যক্রমে সাহসিকতা ও মানবিকতা প্রদর্শনকারী সেনাসদস্যদের সম্মাননা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরে এক আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয় বলে সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চরম বিপদের মুহূর্তে সেনাসদস্যরা যেভাবে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্টাফদের উদ্ধার করেছেন, তা সেনাবাহিনীর পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের অনন্য দৃষ্টান্ত। এই কর্মকাণ্ড ভবিষ্যতের সেনাসদস্যদের জন্য প্রেরণাদায়ী হয়ে থাকবে।