নৌবাহিনীর ত্রাণ পেল সেন্টমার্টিনের অসহায় মানুষ

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫১:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১১:৫২:৩৯ পূর্বাহ্ন
বাংলাদেশ নৌবাহিনী মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আজ সেন্টমার্টিনে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে। নৌবাহিনী প্রায়শই অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। এ ধারাবাহিকতায় আজ বুধবার কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে এবং ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন এর সার্বিক ব্যবস্থাপনায় সেন্টমার্টিন দ্বীপে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দ্বীপের কয়েকশ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে ভারী বর্ষণে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনসহ দেশের বিভিন্ন জায়গা ক্ষতিগ্রস্ত হয়।
এতে দ্বীপের জনমানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়। ফলে বেশ কিছু পরিবারের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যায় এবং খাদ্যসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির সংকট দেখা দেয়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দিকনির্দেশনায় ফরওয়ার্ড বেইজ সেন্টমার্টিন অসহায় পরিবারগুলোর মাঝে বিনামূল্যে ত্রাণ সহায়তা প্রদান করে। এতে দরিদ্র ও উপার্জন করতে না পারা মানুষজনের পরিবারের সদস্যদের কষ্ট লাঘব হয়। স্থানীয় জনগণ নৌবাহিনীর এই মানবিক কর্মকাণ্ডের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানায়।

বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্বের সুরক্ষা ও নিরাপত্তার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা প্রশমনে কাজ করে থাকে। ভবিষ্যতেও নৌবাহিনীর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আইএসপিআর জানায়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]