সিটিটিসিতে সাইবার অপরাধ দমনে ডিজিটাল এভিডেন্স কর্মশালা

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:৩৪:২৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:৩৬:২০ পূর্বাহ্ন
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ডিজিটাল এভিডেন্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সিটিটিসির সম্মেলন কক্ষে আজ থেকে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। যা আগামীকাল (৩১ জুলাই) সনদ বিতরণের মাধ্যমে শেষ হবে। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউটর ও সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তাদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মশালাটি যৌথভাবে আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্টের অফিস অব ওভারসিজ প্রসিকিউটরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং এবং সিটিটিসি ইউনিট। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিটিটিসি প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম। তিনি বলেন, “সন্ত্রাসবিরোধী মামলাগুলোতে ডিজিটাল এভিডেন্সের গুরুত্ব এখন অনস্বীকার্য।

আজকের কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা ডিজিটাল প্রমাণ সংগ্রহ, চেইন অব কাস্টডি বজায় রাখা এবং ফরেনসিক বিশ্লেষণ প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন।” কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগাল অ্যাডভাইজার রাহুল কালি, লিগাল অ্যাডভাইজার নুরান চৌধুরী এবং সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মো. শাহ্জাহান হোসেন। দুই দিনব্যাপী উক্ত প্রশিক্ষণে মোট ৩৬ জন বিচারক, প্রসিকিউটর ও তদন্তকারী কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]