মক্কায় হজগ্রাম বানাতে জমি কিনছে ইন্দোনেশিয়া

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৪৪ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ১০:০১:৪৪ পূর্বাহ্ন

সৌদি আরবের মক্কায় হজযাত্রীদের জন্য 'হজগ্রাম' গড়তে জমি কিনছে ইন্দোনেশিয়া। এই উদ্যোগ নিয়ে দেশটির প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেছেন বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি।
 

বুধবার (৩০ জুলাই) বৈঠক শেষে বিনিয়োগমন্ত্রী জানান, প্রেসিডেন্ট প্রাবোবো সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনায় হজগ্রাম গড়ার প্রস্তাব দেন, যা উভয়ের সম্মতিতে গৃহীত হয়েছে।
 

মক্কার রয়্যাল কমিশন তাদের আটটি প্লট দেখিয়েছে, যেগুলো মক্কার কাছেই অবস্থিত। এগুলোর আয়তন ২৫ থেকে ৮০ হেক্টরের মধ্যে এবং উঁচু-নিচু জায়গাজুড়ে বিস্তৃত। সেখানে বসবাসকারীদের পুনর্বাসনের দায়িত্ব থাকবে সৌদি সরকারের ওপর।
 

হজগ্রামে ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহযাত্রীদের জন্য আবাসন, বাণিজ্যিক এলাকা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখা হবে। এতে হজ ও ওমরাহ পালন আরও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

সম্প্রতি সৌদি সরকার বিদেশিদের কাছে জমি ও বাড়ি বিক্রির নীতিমালায় শিথিলতা এনেছে। যদিও মক্কা ও মদিনার ক্ষেত্রে এখনো কঠোরতা বজায় রয়েছে।
 

সূত্র: জাকার্তা গ্লোব

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]