বিওএ’র এজিএমে কাউন্সিলর পাঠাতে ব্যর্থ বাফুফে

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫৮:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:৫৮:২১ পূর্বাহ্ন

বারবার তাগাদা দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিলরের নাম পাঠাতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেষমেশ তারা নাম পাঠালেও তা গ্রহণ করেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। ফলে মঙ্গলবার অনুষ্ঠিত বিওএ’র বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাফুফের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
 

বিওএ’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

জুলাইয়ের শুরুতেই বিওএ এজিএম উপলক্ষে তাদের অধিভুক্ত সংস্থাগুলোকে চিঠি দিয়েছিল কাউন্সিলরের নাম পাঠাতে। অধিকাংশ প্রতিষ্ঠান নির্ধারিত ১৫ জুলাইয়ের মধ্যে নাম পাঠিয়ে দেয় এবং বিওএ তা গ্রহণ করে। এরপর ২৭ জুলাই চূড়ান্ত কাউন্সিলর তালিকা প্রকাশ করে বিওএ।
 

তবে বাফুফে শেষ মুহূর্তে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের সভাপতি আবদুস সালামের নাম পাঠালেও তা গ্রহণ করেনি বিওএ। কারণ, কাউন্সিলর মনোনয়নের জন্য বিওএ’র স্পষ্ট নির্দেশনা ছিল— নির্বাহী কমিটির সভা করে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণীসহ নাম পাঠাতে হবে।
 

কিন্তু বাফুফে কোনো আনুষ্ঠানিক সভা না করে উল্টো নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে ই-মেইলে মতামত (‘হ্যাঁ’ বা ‘না’) চেয়ে সময়ক্ষেপণ করে। সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে, এই অনানুষ্ঠানিক প্রক্রিয়ার কারণেই বাফুফের কাউন্সিলর মনোনয়ন বাতিল হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]