শেষ টেস্টে আজ মুখোমুখি হচ্ছে ভারত-ইংল্যান্ড

আপলোড সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২৫:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩১-০৭-২০২৫ ০৯:২৫:৩২ পূর্বাহ্ন

সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ড্র করলেও প্রথম টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিটা থাকবে স্বাগতিকদের ঘরে। অন্যদিকে, ২-১ ব্যবধানে পিছিয়ে থাকায় জয় অপরিহার্য টিম ইন্ডিয়ার।

ম্যানচেস্টারে ভারতের নখদন্তহীন বোলিং নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। প্রথমবারের মতো জাসপ্রিত বুমরাহ শত রান দিয়েছেন, শেষ পর্যন্ত ১১২ রানে নিয়েছেন ২ উইকেট। অনেক সাবেক বুমরাহকে সাদা পোশাক থেকে অবসর নেয়ার কথা বলেছেন। তবে অবসর না নিলেও ওভালে তাকে দেখা যাবে না অনেকটা নিশ্চিত। বিশ্রাম দেয়া হচ্ছে এই পেসারকে।


বুমরাহর জায়গায় একাদশে যুক্ত হতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণা। ওল্ড ট্র্যাফোর্ডে অভিষেকে মুগ্ধ করতে পারেননি আনসুল কাম্বোজ। তার পরিবর্তে একাদশে জায়গা হতে পারে আকাশ দীপের। শার্দুল ঠাকুরের জায়গায় দেখা যেতে পারে কুলদীপ যাদবকে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে যাওয়া রিশভ পন্তের পরিবর্তে ধ্রুব জুরেল জায়গা পাচ্ছেন একাদশে।

 
ব্যাটিং লাইনআপটা অনেকটা অপরিবর্তিত থাকছে। কেএল রাহুলের সঙ্গে ওপেনিংয়ে জয়সওয়াল। সাই সুদর্শন, শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজাদের ওপর থাকবে ব্যাটিংয়ের দায়িত্ব।

স্বাগতিকরা আগেভাগে ঘোষণা করে দিয়েছে তাদের একাদশ। কাঁধের ইনজুরির কারণে এই ম্যাচ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক বেন স্টোকস। তার পরিবর্তে ইংল্যান্ডের নেতৃত্ব দিবেন ওলি পোপ। তিনি ছাড়াও আরও তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংলিশরা। আটকিন্সন, জেমি ওভারটন, জস টাংকে সুযোগ দিয়েছে ইংলিশরা। চার পেসার নিয়ে মাঠে নামবে স্বাগতিকরা।


 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]