হার্টে ব্লক ধরা পড়ায় হাসপাতালে ভর্তি জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:৫৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:৫৪:০৪ অপরাহ্ন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হৃদরোগে আক্রান্ত অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 
দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ জানান, চিকিৎসকরা এনজিওগ্রামের মাধ্যমে ডা. শফিকুর রহমানের হার্টের তিনটি প্রধান রক্তনালিতে ব্লক শনাক্ত করেছেন এবং তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
 
দলীয় সূত্র জানায়, গত ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে অংশগ্রহণকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তখনও তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে ছাড়পত্র পাওয়ার পর তিনি ফলোআপ চিকিৎসায় ছিলেন।
 
মঙ্গলবার (২৯ জুলাই) ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তার এনজিওগ্রাম করা হলে হার্টে ব্লকের বিষয়টি ধরা পড়ে। বর্তমানে তার শারীরিক অবস্থা চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]