চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ১০:০৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ১০:০৪:২৮ অপরাহ্ন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে, এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও জানতে চাওয়া হয়েছে।
 
বুধবার (৩০ জুলাই) বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এই আদেশ দেন। রিটটি করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটের সঙ্গে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়।
 
রুলে নৌপরিবহন সচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে জবাব দিতে বলা হয়েছে।
 
রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।
 
রিটে উল্লেখ করা হয়, দেশি অপারেটরদের সুযোগ না দিয়ে এবং পিপিপি আইন ও নীতিমালা লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনায় যে চুক্তির পথে এগোচ্ছে, তা কেন অবৈধ ঘোষণা করা হবে না—সেই প্রশ্নে রুল চাওয়া হয়েছে। পাশাপাশি যেকোনো অপারেটরকে দায়িত্ব দেওয়ার আগে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের বাধ্যবাধকতা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]