এমপিওভুক্ত শিক্ষকদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা জারি

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:১৩:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:১৫:১৬ অপরাহ্ন
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষক-কর্মচারীরা কত শতাংশ হারে এই সুবিধা পাবেন, তা নির্ধারণ করা হয়েছে।
 
মঙ্গলবার (৩০ জুলাই) বিকেলে মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
 
নির্দেশনায় বলা হয়, জাতীয় বেতন স্কেলের তুলনীয় গ্রেড-৯ এবং এর ঊর্ধ্বতন গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
 
অন্যদিকে, গ্রেড-১০ এবং এর নিম্ন গ্রেডে থাকা শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (যা ১৫০০ টাকার কম হবে না) এই সুবিধা পাবেন।
 
এছাড়া, অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ের আগের আদেশ বাতিল করে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
 
মাউশির পক্ষ থেকে জানানো হয়, ১ জুলাই ২০২৫ থেকে এই সুবিধা কার্যকর হবে এবং শিক্ষক-কর্মচারীরা অর্থ মন্ত্রণালয়ের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সুবিধা গ্রহণ করবেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]