"কয়েকজনের হাতে ক্ষমতা দিতে জনগণ আন্দোলন করেনি" — তারেক রহমান

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৭:০০:৪৬ অপরাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “জনগণ দেড় দশক আন্দোলন করেছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য, কয়েকজনের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়।”
 

বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার দারুল ইহসান মাদরাসা মাঠে আয়োজিত এক সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
 

‘নারকীয় জুলাই’ শীর্ষক এই সভাটি আয়োজন করা হয় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে। তারেক রহমান আরও বলেন, “গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা ব্যক্তিস্বার্থে নয়, রাষ্ট্র ও সরকারের ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। সরকারে যারাই থাকুক, তাদের জনগণের কথা শুনতে হবে।”

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]