সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইউরোপের আরও একটি দেশ

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৯:৫৫:৫৮ পূর্বাহ্ন

আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা । মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলা।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল কিছু শর্ত না মানলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এমন ঘোষণার কয়েক ঘণ্টা পর মাল্টার পক্ষ থেকে এই তথ্য জানানো হলো।

ফেসবুকে দেয়া পোস্টে রবার্ট আবেলা বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার প্রতি আমাদের অঙ্গীকারই আমাদের অবস্থানকে প্রতিফলিত করে।’

 
সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার বিষয়ে দেশটির সরকার অভ্যন্তরীণ চাপের মুখে পড়ে। সরকারি দলেই এ বিষয়ে চাপ বাড়ছিল, পাশাপাশি জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য-ডানপন্থি বিরোধী দলও ফিলিস্তিনকে অবিলম্বে স্বীকৃতি দেয়ার আহ্বান জানায়।
 
গত মে মাসে আবেলা জুনে জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার কথা ঘোষণা করেন। তবে সম্মেলনটি পরে স্থগিত করা হয়েছিল।
 
গত মে মাসে আয়ারল্যান্ড, নরওয়ে এবং স্পেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]