সন্তোষপুর সীমান্তে ভারতীয় পিতলের মূর্তি ও নগদ অর্থসহ দুই বাংলাদেশি আটক

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:২৫:৫৮ পূর্বাহ্ন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর বিওপির আওতাধীন সন্তোষপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় পিতলের মূর্তি, মোবাইল ফোন এবং নগদ অর্থসহ দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় মেইন পিলার ১৯৯৬/২০-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এই অভিযান চালানো হয়।
 

বিজিবির সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধীনস্থ ধর্মঘর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
 

আটককৃত ব্যক্তিরা হলেন সিলেট সদর উপজেলার আলীুবাহার চা বাগানের মৃত বাবুল গোম্বামীর পুত্র সজল গোস্বামী (২২) এবং একই এলাকার বিদ্যা নায়েকের পুত্র তুরজয় নায়েক (২০)। তাদের কাছ থেকে দুটি ভারতীয় পিতলের মূর্তি, একটি মোবাইল ফোন এবং নগদ ২১ হাজার ৩৯০ টাকা উদ্ধার করা হয়।
 

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]