রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা

আপলোড সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ৩০-০৭-২০২৫ ০৮:০৫:৩৫ পূর্বাহ্ন

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 

বুধবার (৩০ জুলাই) ভোররাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৯ দশমিক ৩ কিলোমিটার। এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
 

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির উপকূলে এক মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
 

রাশিয়ার কামচাটস্কি অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন, “আজকের ভূমিকম্প ভয়াবহ এবং এটি কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।” তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, তবে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো জানান, সুনামির সম্ভাবনার কারণে উপদ্বীপের দক্ষিণাংশের ছোট শহরগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
 

হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জানায়, এই ভূমিকম্প বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি করতে পারে।
 

এর আগে, ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউএসজিএস জানায়, মাত্র ৩২ মিনিটের মধ্যে ওই অঞ্চলে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]